বিষন্ন বেলাভূমে বিরহী ভালোবাসা
লিখেছেন লিখেছেন মামুন ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৪:২৬ বিকাল
বিষন্ন বেলাভূমে বিরহী ভালোবাসা
---------------------------------
একদিন অনুভূতির দরোজায় তালা লাগিয়ে
মহিসোপানের এক একটি ধাপ বেয়ে
ক্রমশঃ তলিয়ে যেতে থাকি।
সবুজাভ জলরাশির অতলান্তিক গভীরতায়
নিঃসীম নৈশব্দের মাঝে শুনতে পাই
বিরহী হৃদয়ের মৃদু আর্তনাদ।।
কবে কোন হৃদয় উৎসারিত গোপন ভালবাসার
মৃত্যু হয়েছিল এই বেলাভূমে।
দীর্ঘশ্বাসের অবগুণ্ঠনে সেদিন ঢেকে ছিল
সূর্যোদয়ের উদ্ভাসিত রঙিন কিরণ!!
আর ভেজা বালুতে ছাপ রেখে হারিয়েছিল
বিবর্ণ ভালোবাসা কারো! সেদিন
একে একে নক্ষত্রেরা মুখ লুকিয়েছিল
অস্তরাগের বিষন্ন মায়াবী আঁধারে।
সমুদ্র সফেন ঢেউয়ের মুহুর্মুহু গর্জনে
হারানো সুরকে ফিরে পেতে অসীমের পানে
ছুটেছিল এক বিষণ্ণ বাঁশরী!!
নিঃসঙ্গতার কষ্টকর মুহুর্তকে সাথে নিয়ে
ক্রমশঃ ডুবেই যাচ্ছি! তখনি
হৃদয়ে ছোপ ছোপ বেদনার রক্ত
অনুভূতির রুদ্ধ দুয়ারের চাবি হয়ে এলো!
সেই ভেজা ছাপ, লুকানো নক্ষত্র আর
বিষণ্ণ বাঁশরীর বুকের হারানো সুর
বিবর্ণ ভালোবাসাকে রঙধনুর হোলিতে
রাঙিয়ে সতেজ করে তোলে।।
সেই পলাতক ভালোবাসা
তীব্র কম্পনে প্রাণ ফিরে পেয়ে
আমায় পিছু ডাকে।
তবে এতোটা গভীরে তখন নেমে গেছি যে
চাইলেও এখন আর ফিরে আসা যায়না।।
বিষয়: সাহিত্য
১২০৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ এই অনুভূতি রেখে যাবার জন্য। আমি অনেক অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।
আপনার মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
খুব ভালো লাগলো!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতিগুলো সব তো একই রকম। গদ্য আর গদ্য কবিতা। জাস্ট সাজিতে-গুছিয়ে উপস্থাপনা আর কি।
সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
স্বীকার করতেই হবে আপনার হাতে যাদু আছে।
কবিতাতেও সমান পারদর্শিতায় মুগ্ধ হতেই হয়।
গভীর ভাললাগার মুগ্ধতা রেখে যাচ্ছি আপনার আংগিনায় মামুন ভাই......।
গদ্যগুলোই একটু সংক্ষিপ্তাকারে প্রেজেন্টেশন করা আর কি।
শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
কবিতাতেও সমান পারদর্শিতায় মুগ্ধ হতেই হয়! কাহাফ ভাইয়ের সাথে সহমত!
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে স্বাগতম!
নান্দনিক মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা!!
ভালো থাকেবন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
এগুলো কবিতা হয় কিনা জানি না। তবে গদ্যের মতই মনের অনুভুতিগুলোকে পংক্তিতে সাজিয়ে উপস্থাপনের চেষ্টা করি মাত্র।
আপনার সুন্দর অনুভূতির জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন